LACHESIS - ল্যাকেসিস

LACHESIS - ল্যাকেসিস প্রতিশব্দ:- সুরুকুকু , ডেডলি বুশ মাস্টার , লাঞ্চ হেডেড ভাইপার। উৎস :- দক্ষিণ আমেরিকার সুরুকুক নাস এক প্রকার বিষধর সর্পের বিষ হইতে ইহা পাওয়া যায় । বর্ণনা :- এই সর্পসমূহ লম্বায় ৭ফুট , চামড়া লাল বাদামী রং এর , পিঠের উপর দিয়া বড় বড় কালো বাদামী রঙের দাগ আছে । ইহার বিষ থুথুর মত প্রতীয়মান হয় । জীবন্ত সাপকে আঘাত করিয়া বিহ্বল করার পর বিষ সংগ্রহ করা হয় । প্রস্তুত প্রণালী :- সুরুকুকু নামক বিষধর সর্পের বিষ থলের বিপরীত দিকে বিষ দাঁতকে চাপ দিয়া সুগার অব মিল্কের উপর বিষ সংগ্রহ করা হয় । সুগার অব মিল্কের সহিত ইহার বিচুর্ণ কিংবা গ্লিসারিনে দ্রবীভত করিয়া টিংচার প্রস্তুত হয় । হোমিও ফার্মাকোপিয়ার নিয়মানুসারে বিভিন্ন শক্তির ঔষধ প্রস্তুত হয় । আবিষ্কার করেণ :- ১৮২৮ খৃষ্টাব্দের ২৮শে জুলাই ডাঃ হেরিং ইহা আবিষ্কার করেন । ক্রিয়াস্থান :- ক্রিয়াস্থান - স্নায়ুমণ্ডলীর উপর ইহার ক্রিয়া প্রকাশ পায় । শ্লৈষ্মিক ঝিল্লী ও চর্মের উপর ইহার গঠন ক্রিয়া হইয়া থাকে । শোষণ , ক্ষরণ , রক্ত সঞ্চালন ক্রিয়া , হৃদপিণ্ড , শ্বাসযন্ত্র , এবং মস্তিষ্কের উপর ইহার উত্তম ক্রিয়া প্রকাশ পাইয়া থাকে ।...